কলকাতা

‘সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না’, বার্তা দিলীপ ঘোষের

বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকে আরও উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সরাসরি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বার্তা দিয়ে তিনি বলেছেন, “দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না ৷” বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ সুকান্ত মজুমদার ঠিকমতো সাংগঠনিক দায়িত্ব সামলাতে পারছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সুকান্ত মজুমদার সবে দায়িত্ব পেয়েছেন ৷ তাঁর অভিজ্ঞতা কম ৷ পার্টি কত বছর ধরে লড়াই করছে ৷ তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন, যাঁরা বড় আন্দোলন সংগঠিত করেছেন ৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ৷ যাঁদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে ৷ সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত ৷” রাজ্য বিজেপির নেতৃত্বে সম্প্রতি যে পরিবর্তন আনা হয়েছে, সে প্রসঙ্গে বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “নেতৃত্বে পরিবর্তন হতেই থাকবে ৷ আমাদের পার্টিতে শিষ্টাচার অনুযায়ী নতুন নেতৃত্ব আসবে ৷ সে জন্যই এখনও বেঁচে আছে পার্টিটা । যোগ্য লোকগুলোকে পার্টি থেকে বাদ দিলে হবে না ৷ তাঁদের যে অভিজ্ঞতা রয়েছে, তার সুফল নিতে হবে ।”