কলকাতা

এবার করোনা‍য় আক্রান্ত দিলীপ ঘোষ

করোনায় আক্রান্ত দিলীপ ঘোষ। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতির লালা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ১০২ জ্বর রয়েছে তাঁর। দিলীপবাবুকে এইচডিইউতে রাখা হয়েছে। গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন দিলীপ। তাই নিজের বাড়িতেই তিনি আইসোলেশনে চলে গিয়েছিলেন। কোনও কর্মসূচিতে অংশ নেননি। বাড়ি থেকে কয়েক দিন বেরোননি। এর মধ্যে তাঁর করোনা পরীক্ষাও হয়। রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকাল থেকে বিজেপি-র রাজ্য সভাপতি কিছুটা সুস্থ বোধ করছিলেন। এ দিন দুপুরেই তিনি আনন্দবাজার ডিজিটালকে বলেন, “ডাক্তার জানিয়েছেন ভাইরাল জ্বর। টানা কর্মসূচি, রোদের মধ্যে ঘোরা, গায়ে ঘাম বসে যাওয়া, এই সবের কারণে বুকে সর্দিও বসেছিল। একটু কাশি হচ্ছিল। তবে এখন ঠিক আছি। জ্বর নেই। আজ সকালে একটু হাঁটতেও বেরিয়েছিলাম।” এই কথোপকথনের কয়েক ঘন্টা পরেই কিন্তু দিলীপ ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁর ফের জ্বর আসে। সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আমরি সূত্রে জানানো হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি কোভিড পজিটিভ।