কলকাতা

বাম বিধায়ক রফিকুল ইসলাম যোগ দিলেন তৃণমূলে

ফের বাম শিবিরে ভাঙন। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে এবার সামিল  বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হতে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই বিধায়ক বলে তৃণমূল সূত্রে খবর। জেলার রাজনীতিতে একদিকে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি অপরদিকে, বাম কংগ্রেসের যৌথ কর্মসূচি মন থেকে মেনে নিতে পারেনি বলেই দল পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানান সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ‘সারা দেশে বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে,লড়াই করতে হবে ।এই লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতেই এই দল পরিবর্তন।’ রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সাধন পান্ডে ও জেলার তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধানসভার মূখ্যসচেতক নির্মল ঘোষের উপস্হিতি তৃণমূল পতাকা হাতে তুলে নিয়ে শ্লোগান দিলেন সিপিআইএমের এই বিধায়ক ও তাঁর অনুগামী সহ অন্য দল থেকে যোগ দেওয়া রাজনৈতিক কর্মীরা। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘সারা দেশে বিজেপি যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, জাতিতে জাতিতে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে  প্রায় প্রতিদিন বিজেপি, কংগ্রেস, সিপিআইএম থেকে রাজনৈতিক কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কেবল তাই নয় উন্নয়নের জোয়ারে সামিল হতে বহু সাধারণ মানুষও সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পতাকা তলে।  পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভরসার নাম।’