কলকাতা

এখনও দলে আছে শুভেন্দু ছাড়েনি সদস্যপদ, দিলীপ ঘোষ ভাবছেন পশ্চিমবঙ্গের রাজা হয়ে গেছেন: সৌগত রায়

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ ত্যাগ করেছেন ঠিকই কিন্তু এখনো শুভেন্দু অধিকারী প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেননি।যতক্ষণ না তিনি প্রাথমিক সদস্যপদ ত্যাগ করছেন ততক্ষণ আশা ছাড়তে চাইছেন না সৌগত রায়। মন্ত্রিত্বে পদত্যাগ করলেও শুভেন্দু কে নিয়ে তিনি আশাবাদী বলে দাবি সৌগত রায়ের। তিনি আজ ও জানান শুভেন্দু অধিকারীর সাথে আলোচনার পথ খোলা আছে। শুভেন্দু অধিকারীর মা খুব অসুস্থ সেই কারণে শুভেন্দু আলোচনায় বসতে পারছে না বলে জানান সৌগত বাবু। পাশাপাশি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ মিহির ঘোষ স্বামীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে কৈখালী রচা চক্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেছিলেন দিদির ডিজাস্টার ম্যানেজমেন্ট শুরু হয়েছে। তারি পাল্টা জবাবে সৌগত রায় বলেন দিলীপ ঘোষ ডিজাস্টার ম্যানেজমেন্ট কথাটি নতুন শিখেছে। ২১৮ জনের মধ্যে একজন এমএলএ দল ছেড়েছে, লোকসভার ২২ জন সদস্য, ১৩ জন রাজ্যসভার সদস্য একজনও দল ছাড়েননি। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়? দিলীপ ঘোষকে প্রশ্ন ছোড়েন সৌগত রায়। দিলীপ ঘোষ দিবা স্বপ্ন দেখছেন, পশ্চিমবঙ্গের রাজা হয়ে গেছেন ভাবছেন। অবাস্তব কথা বলছেন দিলীপ ঘোষ , এমনই কটাক্ষ সৌগত বাবুর। পাশাপাশি তিনি দাবি রাখেন বাংলায় মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি কাজ করেছেন।