প্রয়াত বলিউড অভিনেতা অজয় দেবগণের ভাই তথা পরিচালক অনিল দেবগণ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। তিনি রেখে গেলেন স্ত্রী এবং এক ছেলেকে। মঙ্গলবার সকালে অভিনেতা অজয় দেবগণ নিজেই টুইট পোস্টে এখবর জানিয়েছেন সকলকে। অনিলের মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত। অজয় টুইট পোস্টে লিখেছেন, কোভিড মহামারীর কারণে তাঁদের পরিবার কোনওরকম প্রার্থনানুষ্ঠান বা স্মৃতিচারণের আয়োজন করবে না। গতবছরই মারা গিয়েছেন তাঁদের বাবা বীরু দেবগণ। অজয় দেবগণ বেশ কিছু ছবির পরিচালক ছিলেন অনিল। তার মধ্যে রয়েছে ‘রাজু চাচা’, ‘ব্ল্যাকমেইল’-এর মতো জনপ্রিয় হিট ছবিও। আনিস বাজমি, রাজ কানোয়ার, সুনীল অগ্নিহোত্রীর মতো পরিচালকদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। অজয় অভিনীত বেশ কিছু ছবির সহকারী পরিচালকও ছিলেন অনিল। তার মধ্যে উল্লেখযোগ্য ‘জান’, ‘ইতিহাস’, ‘প্যার তো হো না হি থা’ এবং ‘সন অফ সর্দার’। ২০০০ সালে অজয় অভিনীত ‘রাজু চাচা’ ছবিতে প্রথম পরিচালক হিসেবে কাজ করেন অনিল।