দেশ

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত বাজপেয়ীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য দিলীপ রায়

অবশেষে ঝাড়খণ্ডের কয়লা ব্লক সংক্রান্ত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলেন অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য দিলীপ রায়। মঙ্গলবার তাঁকে দোষী সাব্যস্ত করেন সিবিআই আদালতের বিচারক ভারত পরাশর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কয়লা মন্ত্রকের দুই প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম। আগামী ১৪ অক্টোবর তাঁর সাজা ঘোষণা করা হবে নয়াদিল্লির ওই বিশেষ সিবিআই আদালতে। আজ থেকে ২০ বছর আগে অটলবিহারী বাজপেয়ীর আমলে কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ওড়িশার বিজু জনতা দলের তত্‍কালীন রাজ্যসভা সাংসদ দিলীপ রায় । সেসময় তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত ব্রহ্মডিহা কয়লা ব্লক-টি বেআইনিভাবে ক্যাস্ট্রন টেকনোলজি লিমিটেড-কে পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। ২০১৭ সালে এই মামলটি নয়াদিল্লির বিশেষ সিবিআই আদালতে ওঠে। আর তারপর থেকে একাধিকবার শুনানি হওয়ার পর মঙ্গলবার কয়লা দপ্তরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী দিলীপ রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। তাঁর পাশাপাশি এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আমলা প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ গৌতম ও ক্যাস্ট্রন টেকনোলজি লিমিটেডের অধিকর্তা মহেন্দ্র কুমার আগরওয়াল।