কলকাতা

প্রয়াত পরিচালক গৌতম হালদার, শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় আসছেন অভিনেত্রী বিদ্যা বালান

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই পরিচালকের হাত ধরেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন বিদ্যা বালান। বিদ্যার প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম হালদার।  শুক্রবার তাঁর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। খবর পাওয়া মাত্রই সমস্ত পরিকল্পনা বাতিল করে কলকাতায় আসছেন বলি অভিনেত্রী বিদ্যা বালান। প্রথম পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতেই যাওয়ার কথা অভিনেত্রীর। তবে শুধুই সিনেমা নয়, নাট্যজগতের উজ্জ্বল তারা ছিলেন গৌতম হালদার। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’। এই নাটকেই নন্দিনী চরিত্রে দর্শক পেয়েছিলেন চৈতি ঘোষালকে।  মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। এদিন সকালে তিনি অসুস্থ হওয়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ নাট্যজগৎ।