কলকাতা

কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ

 কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যেহেতু ইতিমধ্যেই নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চেয়ে একক বেঞ্চের দ্বারস্থ হয়েছে তাই জনস্বার্থ মামলা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, জনস্বার্থ মামলাকারীর কোনও অভিযোগ থাকলে তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সে ব্যাপারে আবেদন জানাতে পারবেন।