জলপাইগুড়ির প্রধান শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর এই স্থগিতাদেশ জারি করেছে রবিকিষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ ৷ প্রসঙ্গত, ৫ বছরে একাধিকবার এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পরে ৷
