চলতি সপ্তাহে কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। দীনেশ গুন্ডু রাও সহ বর্ষীয়ান কংগ্রেস নেতারা নতুন সরকার থেকে বাদ পড়ার পর প্রকাশ্যে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। সেই আবহে রবিবার ডিকে শিবকুমার এই ইঙ্গিত দিয়েছেন। কর্ণাটকের নতুন মন্ত্রিসভায় ২৫ থেকে ২৮ জন মন্ত্রীর শপথ নেওয়ার কথা ছিল। তবে শনিবার কর্নাটকের ৮ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আর এর পরেই বাকিরা হতাশা ও অসন্তোষ প্রকাশ করতে থাকেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন শিবকুমার বলেন, ‘২৪ মে এর মধ্যে, পুরানো বিধানসভা ভেঙে দিতে হবে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছি। প্রথমত, সমস্ত বিধায়ককে শপথ নিতে হবে।’ সমস্ত নতুন বিধায়ক শপথ নেওয়ার পরে মন্ত্রিসভা সম্প্রসারিত হবে বলে জানান কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী।