কলকাতা

বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা

বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷ এ দিনই আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরক চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিল৷ যদিও সেই আর্জিতে সাড়া না দিয়ে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও৷ ফলে আগামিকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি সহ রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে৷ তারই প্রতিবাদে বুধবার ওপিডি বা আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷