জেলা

আরজিকরের বিচারের দাবিতে ৪৮ ঘন্টা ধর্মঘটে ডাক দিল আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা

আরজি করের প্রতিবাদে ৪৮ ঘন্টা ধর্মঘটে ডাক দিল আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা। ধর্মঘটের জেরে বন্ধ ওপিডি পরিষেবা। অভিযোগ পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। প্রাইভেট চেম্বারে দেখানোর সামর্থ্য নেই, ওপিডিতে মিলছে না পরিষেবা। ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিবারকে। হাসপাতালে শুধুমাত্র হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু আছে। উৎসব শেষে সপ্তাহের প্রথম দিন সাতসকালে রোগীরা আউটডোর এসে লাইন দেন। কিন্তু আউটডোর খোলা থাকলেও চিকিৎসা পরিষেবা মিলছে না। চিকিৎসা করাতে আসা আউটডোরে রোগীরা দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও তাদেরকে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ। ডাক্তারদের সংগঠন দুদিনের ধর্মঘটের ফলে এই অবস্থা। হয়রানির শিকার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আসা রোগীদের। পুজোর ছুটি গেল এমনিতেই আউটডোর বন্ধ ছিল, যার জন্য সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু ছুটি কাটলেও আউটডোরে পরিষেবার না মেলায় ফিরে যেতে হচ্ছে, তাদের বাইরে ডাক্তার দেখানোর মত সামর্থ নয় ওষুধ কেনার পয়সা নেই। রোগীর পরিবারের অভিযোগ ঠিক হচ্ছে না, এর ফলে চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে পারে।