কলকাতা

RG Kar: এবার ২৪ ডিসেম্বর ‘প্রতিবাদ’! বছর শেষে একাধিক কর্মসূচি চিকিৎসকদের

বড়দিনেও চলবে আরজি কর-প্রতিবাদ ৷ ২৪ ডিসেম্বর পালন হবে ‘প্রতিবাদের বড়দিন’ ৷ আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে বছর শেষে একাধিক বিক্ষোভ কর্মসূচি করতে চলেছেন চিকিৎসকরা ৷ এই বিষয় চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, “কলকাতা হাইকোর্ট ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু দাবি পূরণ না হলে আমরা আমাদের অবস্থান চালিয়ে নিয়ে যেতে পারি । তবে আমাদের এখানে বেশি জমায়েত করা বারণ। তাই সেদিকটা মাথায় রেখেই আমরা কর্মসূচি করব। কলেজে কলেজেও আমরা কর্মসূচি হবে। ২৪ ডিসেম্বর প্রতিবাদের বড়দিন পালন করব আমরা ৷” হাতে গোনা আর কিছু দিন । তারপরেই নতুন বছরের সূচনা। চারিদিকে উৎসবের আবহ। তবে এর মধ্যেই শহর কলকাতায় ফের শোনা গেল বিচারের দাবি। চার মাস কেটে গেলেও এখনও আরজি করে চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনে বিচার অধরা। তাই বিচারের দাবি নিয়ে অবস্থানে বসেছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স । এ দিকে সোমবার তাদের এবং অভয়ামঞ্চের যৌথ উদ্যোগে ডাকা হয়েছে মিছিল । বিকেল সাড়ে 5টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে পর্যন্ত হবে মিছিল। জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স আগামী 26 তারিখ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়ে অবস্থানের জন্য কলকাতা হাইকোর্টের সম্মতি পেয়েছে। কিন্তু সেখানে রয়েছে একাধিক শর্ত । কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, একসঙ্গে 200-250 জনের বেশি জমায়েত এখানে করা যাবে না । অন্যদিকে, সপ্তাহের শুরুতেই পথে নামছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও । সোমবার দুপুর 2 টো নাগাদ তারা সিজিও কমপ্লেক্স অভিযান করবে । কেন চার মাস কেটে গেলেও আরজি কর-কাণ্ডে চার্জশিট সিবিআই জমা করতে পারল না, সেই প্রশ্ন তুলেই সিজিও কমপ্লেক্স যাবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এছাড়াও মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফেও ডাকা হয়েছে একটি গণকনভেনশন। সোমবার বিকেল 3টে নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এই গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। সেখানে শুধু চিকিৎসক সংগঠন নয়, নার্স-সহ 130টা সংগঠন সেখানে যোগ দেবে। এর সঙ্গে রবিবার রাতে নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন জুনিয়র চিকিৎসকরা । সেখানে তাঁরা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন ।