দেড় বছর আগে সিল করে দেওয়া গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই ৷ 2022 সালের 23 ডিসেম্বর থেকে বিকাশ ভবনের গুদাম ঘর সিল করে দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এবার সেখানেই ম্যারাথন তল্লাশি চালিয়ে কয়েক বস্তা নথি বাজেয়াপ্ত করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই বাজেয়াপ্ত হওয়া নথি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত নথি ঘেঁটে একাধিক তথ্য মিলতে পারে । বেশ কয়েকদিন ধরে সাউথবেকের বিকাশ ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা দফায় দফায় তল্লাশি চালাচ্ছিলেন ৷ শুক্রবার দুপুরে পণ্যবাহী গাড়ি এনে সল্টলেকের বিকাশ ভবনের সংশ্লিষ্ট গুদাম ঘর থেকে রাশি রাশি ফাইল-সহ একাধিক নথিপত্র নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই।