পশ্চিম মেদিনীপুরে দাসপুরে শিলাবতী নদীতে দৈত্যাকার একটি প্রাণীকে ঘিরে রীতিমতো উৎসুক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে একটি দৈত্যাকার প্রাণীকে দেখা যায় নদীর জলে। শুক্রবার বনদপ্তর, পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় শিলাবতী নদীর জল থেকে উদ্ধার হয় প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি ডলফিন। ডলফিন দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায় এলাকায়। পুলিশ, বনদপ্তর এবং মহকুমা প্রশাসনের তৎপরতায় শুক্রবার নদীতে নেমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ডলফিনটিকে। সুস্থ অবস্থায় সেই ডলফিনকে ছাড়া হবে রূপনারায়নের জলে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।