দেশ

কোভিডের সময় সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করবে ডমিনিকার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সর্বোচ্চ জাতীয় সম্মান, ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার, প্রদান করবে ডমিনিকা। প্রধানমন্ত্রী মোদি কোভিড-১৯ মহামারী চলাকালীন ডমিনিকাকে সাহায্য করেছিলেন৷ দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার জন্য তিনি যে অবদান রেখেছেন, তার জন্য এই পুরস্কারটি দেওয়া হবে। জর্জটাউন, গায়ানায় ১৯ থেকে ২১ নভেম্বরের মধ্যে ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানী বার্টন আসন্ন ভারত-কারিকম শীর্ষ সম্মেলনে  প্রধানমন্ত্রী মোদিকে এই পুরস্কার দেবেন। মোদি ২০২১ সালে ৭০,০০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ ভারতের প্রধানমন্ত্রী এই কাজের জন্য ভূয়ষী প্রশংসা করেছে ডমিনিকা৷ মহামারী চলাকালীন তাঁর এই সিদ্ধান্ত ডমিনিকাকে যথেষ্ট সাহায্য করেছিল। ডমিনিকার সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, “এই পুরস্কারটি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতীয় সরকারের স্বাস্থ্য, শিক্ষা, এবং তথ্য প্রযুক্তি সহায়তার পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রচেষ্টায় ভূমিকা রেখেছে।”