বিদেশ

যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে পর্ন তারকাকে ঘুষ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ১১ জুলাই সাজা ঘোষণা

যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷  ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ম্যানহাটন আদালতের জুরিরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন ৷ বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এই রায় দিয়েছে। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ কারণ, মার্কিন ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি অপরাধমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ৷ ২০১৬ সালের নির্বাচনের অখণ্ডতা এবং নেতিবাচক তথ্য নষ্ট করার লক্ষ্যে একটি অবৈধ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে । এই রায় সামনে আসার পর বিচারকের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প ৷ ট্রাম্প আদালতের কক্ষ থেকে বেরোনোর পর বলেন, “আমি নির্দোষ ৷ আমি কোনও ভুল করিনি ৷ আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব ৷ আর আমরাই জিতব ৷ কারণ, আমাদের দেশ নরকে চলে গিয়েছে ৷ আমরা আমাদের সংবিধানের জন্য লড়াই করে যাব ৷”