ফের মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পুনরাবৃত্তি হতে চলেছে চলতি বছরের নভেম্বরে। আর সেই নির্বাচনের কথা মাথাতে রেখেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেরকমই গতকাল, শনিবার প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। শনিবারের সভায় ট্রাম্পের দাবি, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং সেই সঙ্গেই তাঁর দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য এক মোড় ঘোরানো মুহূর্তকে নির্মাণ করবে। ওহাইয়োয় নির্বাচনী প্রচারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, ‘৫ নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস, এই দিনটা আমাদের দেশের ইতিহাস হতে চলেছে। এবার আমি যদি নির্বাচিত না হই, তবে রক্তগঙ্গা বইবে। গোটা দেশে রক্তগঙ্গা বইবে।’ একই সঙ্গে জো বাইডেনকে আমেরিকার সবথেকে খারাপ প্রেসিডেন্ট বলে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। প্রচারে চীনের গাড়ি বিক্রির কথাও তোলেন তিনি। মেক্সিকোতে একটি চীনা কোম্পানি গাড়ি তৈরির কারখানা খুলেছে। যার বিক্রির পরিকল্পনা রয়েছে আমেরিকায়। প্রেসিডেন্ট হলে তা কোনওমতেই করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তবে ওরা ওই গাড়ি বিক্রি করার সুযোগ পাবে না।’