কলকাতা

দার্জিলিঙে বদলি আরজি কর আন্দোলনের মুখ ডা. সুবর্ণ গোস্বামী

র জি কর আন্দোলনের অন্যতম মুখ ডা. সুবর্ণ গোস্বামীকে বদলি করল স্বাস্থ্যদপ্তর। দার্জিলিঙের টিবি হাসপাতালে তাঁকে বদলি করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এই সিদ্ধান্তে ‘ক্ষুব্ধ’ চিকিৎসকের দাবি, এটা অভয়া কাণ্ডে প্রতিবাদের ফল। যদিও স্বাস্থ্যদপ্তরের দাবি, রুটিন বদলি। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ অবান্তর। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ডা. সুবর্ণ গোস্বামী। তিনি নাকি এও দাবি করেছিলেন, নির্যাতিতা তরুণী চিকিৎসকের গোপনাঙ্গ থেকে দেড়শো গ্রাম বীর্য উদ্ধার হয়েছিল। যদিও পরে তিনি দাবি করেন, এমন কোনও মন্তব্য তিনি করেননি। রাজ্য পুলিশ বা সিবিআই তদন্তেও চিকিৎসকের সেই দাবি প্রমাণ হয়নি। এমনকি আদালতেও তাঁর দাবি খারিজ হয়ে যায়। তারপরেও অবশ্য ‘বাম-অতি বাম সমর্থিত’ অভয়া আন্দোলনের নামে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলি করা হল সুবর্ণ গোস্বামীকে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ বা ডেপুটি জেলা স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন তিনি। এবার দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।