বিনোদন

‘ড্রাকুলা স্যার’-এর ‘আবার জন্ম নেব’ গানে নতুন রসায়নে অনির্বাণ-মিমি

মুক্তি পেল ‘ড্রাকুলা স্যার’-এর আরও একটি নতুন গান ‘আবার জন্ম নেব’। এসভিএফ-এর প্রযোজনায়, দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ড্রাকুলা স্যার’ মুক্তি পাচ্ছে পুজোয়। সম্প্রতি ছবির ট্রেলারও মুক্তি পায়। ছবির ট্রেলারের পরতে পরতে জিইয়ে রাখা হয়েছে রহস্য।  নতুন এই গানে মাধ্যমে অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তীর নতুন রসায়ন আবার প্রকাশ্যে এসেছে। আবার জন্ম নেব-তে অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি মিমি চক্রবর্তীর লুক এবং তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। আজ  ইউটিউবে প্রকাশ পায় ড্রাকুলা স্যার-এর এই নতুন গান। গানটি দর্শক বেশ পছন্দ করছেন। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ গানটিকে লাইক করেছেন। ড্রাকুলা স্যার-এর মুক্তি নিয়েও বেশ উচ্ছ্বসিত দর্শকরা।