দেশ

স্বল্প রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করল ডিআরডিও

স্বল্প রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত। ওড়িশা উপকূলে চাঁদিপুরে DRDO-র এই অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেমের পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ডিআরডিও চাঁদিপুর থেকে একটি স্থল-ভিত্তিক পোর্টেবল লঞ্চার থেকে খুব স্বল্প-পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রের দুটি সফল ফ্লাইট পরীক্ষা করেছে। পরীক্ষাগুলি বিভিন্ন বাধা পরিস্থিতির তৈরি করে উচ্চ-গতির মনুষ্যবিহীন বিমান লক্ষ্যবস্তুকে টার্গেট করা হয়। মিসাইলগুলি প্রতিটি বিমানকেই সফল ভাবে ধ্বংস করে।