দেশ

লোকসভা ভোটের মুখে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের

লোকসভা ভোটের আবহে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের । ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে । তবে, ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম এখনও একই আছে । ফেব্রুয়ারি মাসেই দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের । মার্চ মাস পড়তে না পড়তেই একলাফে ২৫ টাকা দাম বাড়ল ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের । ফলে বড়সড় ধাক্কা খেলেন ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকরা। পরোক্ষে টান পড়বে আমজনতার পকেটেও। ফেব্রুয়ারির শেষদিনই ঝাড়গ্রামে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রেখেছিলেন গ্যাসের দাম নিয়ে। তার পরদিনই মার্চের শুরুতে দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। অয়েল মার্কেটিং সংস্থাগুলি ফের একবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করল ৷ কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডার দাম দিল্লিতে ২৫ টাকা ও মুম্বইয়ে ২৬ টাকা দাম বেড়ে গিয়েছে ৷ ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসে, সরকার প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে ২০০০ টাকা করবে। তিনি বলেন, ‘যদি বিজেপি নির্বাচনে জয়ী হয়, তারা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৫০০ টাকা বা ২০০০ টাকা করে দিতে পারে৷ তারপর আবার, আমাদের আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহের পুরনো অনুশীলনে ফিরে যেতে হবে।’ জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রীয় নেতাদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলে দিল্লির বাবুরা আসে।’