পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকারের অধীনে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। এই বিষয়ে বিধানসভায় একটি বিলও আনবে রাজ্য সরকার বলেও খবর। এই বিষয়ে নয়া বিল এবার আসছে বিধানসভায়। বুধবার সে কথা জানিয়ে দিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। এদিকে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, রাজ্যজুড়ে পানীয় জলের অপচয় করা হচ্ছে। গবাদি পশুপালনেও কয়েকটি জায়গায় পানীয় জল ব্যবহার করা হচ্ছে! আবার কোথাও পানীয় জল ব্যবহৃত হচ্ছে হ্যাচারি, পোলট্রি, পুকুরে মাছচাষ–সহ নানা কাজে। এমনকী অভিযোগ এসেছে, পানীয় জল ব্যবহার করা হচ্ছে চাষের কাজে। কিন্তু চাষের জন্য সেখানেই পৃথক জলের ব্যবস্থা আছে। সুতরাং পানীয় জলের অপচয়ের অভিযোগ পেয়ে এবার পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে মন্ত্রী পুলক রায় বলেন, ‘মোটর দিয়ে বহু মানুষ জল তুলছেন। কেউ নার্সারি, কেউ হ্যাচারি অথবা কেউ তা রেস্তোরাঁয় ব্যবহার করছে। জলের অপচয় বন্ধে বিধানসভায় বিল নিয়ে আসা হবে। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।’