খড়গপুর ডিভিশনের লোকাল ট্রেন চালু করতে চেয়ে দক্ষিণ-পূর্ব রেলের সদর কার্যালয়ে ‘চিঠি’ দিলেন সংশ্লিষ্ট বিভাগের রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। উল্লেখ্য রাজ্য সরকারের দাবি মেনে করোনা আবহে লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। খড়্গপুরের ডিআরএমের বক্তব্য, স্টাফ স্পেশাল ট্রেনে অত্যাধিক ভিড় হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য করোনা বিধি মেনে লোকাল চালু করতে চেয়ে সওয়াল করেছেন ডিআরএম। চিঠির কথা স্বীকার করেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমারও। যদিও তাঁর কথায়, খড়্গপুরের ডিআরএম এই চিঠি সম্পূর্ণ অভ্যন্তরীণ। উনি নিজের ডিভিশনের সমস্যা নিয়ে হেডকোয়ার্টারে চিঠি দিয়েছেন। তবে লোকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন যেদিন চাইবে সেদিনই আমরা লোকাল ট্রেন চালু করে দেব। তবে দক্ষিণ-পূর্ব রেলের তরফে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও চিঠি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়নি বলে সাফ জানিয়েছেন নীরজ কুমার।