ফুটপাতের একপাশে ঘুমিয়ে ছিলেন কয়েকজন শ্রমিক। পাশেই ছিল দু’-এক বছর বয়সি শিশুরা। গভীর রাতে ঘটল বিপত্তি। বেপরোয়া গতির ট্রাক পিষে দিল পরপর ফুটপাতবাসীকে। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছেন আরও ছ’জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কেসনাদ ফতো এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকাতে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজের পর ওই ফুটপাতের একপাশে ঘুমিয়ে ছিলেন তাঁরা। রবিবারেই অমরাবতী থেকে পুনেতে এসেছিলেন কাজে। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটল বিপত্তি। মত্ত অবস্থায় এক ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। একাধিক ঘুমন্ত ফুটপাতবাসীকে পিষে দেয় ট্রাকটি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আরও ছ’জন আহত হয়েছেন। রাতেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরেই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটি। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।