আমফানের জের, আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা
Posted onAuthorবঙ্গনিউজComments Off on আমফানের জের, আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা
ঘূর্ণিঝড় আমফানের জেরে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর। আগাম সতর্কতমূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে আগামীকাল বিকেল ৫টা সমস্ত রকম উড়ান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে।