ভোটের প্রচারে মুর্শিদাবাদে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামসেরগঞ্জে প্রচারের কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই ওই কর্মসূচি বাতিল করা হল বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। প্রার্থীদের মৃত্যুর কারণে মুর্শিদবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোটগ্রহণ পর্ব অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার পাশাপাশি ওই দুই কেন্দ্রেও ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশন জানান গত ৩০ সেপ্টেম্বর ভোট রাজ্যের তিন কেন্দ্রে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও ভোটের প্রচারে তিনি যাবেন বলে সবকিছু ঠিকঠাকই ছিল। তৃণমূলের তরফে মমতার সফরের দিণক্ষণও জানিয়ে দেওয়া হয়েছিল। তবে শনিবার তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বলেন, ‘রাজ্য নেতৃত্ব আমাদের জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে আসবেন না। তাই আমরা নিজেরাই প্রচারের কাজ চালাব। অবশ্যই রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো।’ তৃণমূল সূত্রে খবর, এখনও করোনাকাল যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গেলে কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় হবে অনেক। যার জেরে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। এদিকে আবার ভোটের প্রচার নিয়ে কড়া নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। কোনওরকম জনসমাগম করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বড় কোনও সমাবেশ যাতে না করা হয়, সেই নির্দেশও রয়েছে। আর মমতা প্রচার সমাবেশ করলে, স্বাভাবিকভাবেই মানুষের ঢল নামবে। তা এড়াতেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে স্থানীয় নেতৃত্বকেই প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।