কলকাতা

ইউনেসকোর স্বীকৃতি মিলতেই কলকাতা হাইকোর্ট চত্বরে দুর্গাপুজোর আয়োজন

ইউনেসকো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। আইনজীবীদের সংগঠন হাই কোর্ট ক্লাবই ১১১ বছরের ইতিহাসে এই প্রথম শারদোৎসবের আয়োজন করছে। তৃণমূল লিগ্যাল সেলের হাই কোর্ট শাখা আয়োজিত কর্মসূচিতে বুধবার এই ঘোষণা করেন ক্লাবের সভাপতি অশোক ঢনঢনিয়া। পরে ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, ‘‘শাস্ত্র ও উপাচার মেনে বোধন থেকে শুরু হয়ে সপ্তমী-অষ্টমী-নবমী এবং বিসর্জন, সম্পূর্ণ মাঙ্গলিক সূচি পালিত হবে। সদস্য আইনজীবীরাই সমস্ত আয়োজন করবেন।’’ সূত্রের খবর, টাউন হল বা সংলগ্ন জোনে চিন্ময়ী মায়ের মৃন্ময়ী মূর্তি বসবে। বৃহস্পতিবার মুখ‌্যমন্ত্রীর সঙ্গে দুর্গাপুজোর বর্ণময় মিছিলেও পা মিলিয়েছেন ক্লাবের সদস‌্যরা। ‘জাগো বাংলা’ সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায়ের উৎসাহে হাই কোর্ট চত্বরে পত্রিকার বোর্ড লাগানো হল। উদ্বোধনে পত্রিকা সম্পাদক ছাড়াও ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, দলের মুখপাত্র ও রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বার কাউন্সিলের চেয়ারম‌্যান ও বিধায়ক অশোক দেব, মিজোরামের প্রাক্তন এজি বিশ্বজিৎ দেব প্রমুখ।