কলকাতা

এবার কলকাতা মেডিকেল কলেজে হচ্ছে না দুর্গাপুজো

ঘরোয়াভাবে পুজো করার অনুমতি পাওয়ার পরও চাপের মুখে পিছিয়ে এলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্গাপুজোর উদ্যোক্তারা । বুধবার বিকালে ঘোষণা করা হয়, কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজো হচ্ছে না ।কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ এ-বছর দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল । পুজোর জন্য মেডিকেল কলেজের মূল ছাত্রাবাসের প্রাঙ্গণে মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছিল । কৃষ্ণনগর থেকে প্রতিমা আনার ব্যবস্থা হয়েছিল ।এদিকে মেডিকেলে পুজোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক । একদিকে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে আশঙ্কা করা হচ্ছে, পুজোয় এবার মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে । অন্যদিকে খোদ কলকাতা মেডিকেলেই চলছিল দুর্গাপুজোর আয়োজনের পরিকল্পনা । চিকিৎসকদের একাংশের কথায়, মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে দুর্গাপুজোর আয়োজন বাঞ্ছনীয় নয় । বিতর্ক শুরু হওয়ায় সোমবার আলোচনায় বসেন পুজোর উদ্যোক্তারা । গতকাল তাঁরা কথা বলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে । পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ প্রথমে জানায়, মেডিকেল কলেজে পুজো করা যাবে না । এরপরে স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ জানায়, ঘরোয়াভাবে যদি পুজোর আয়োজন করতে পারেন উদ্যোক্তরা তাহলে তাঁরা পুজো করতে পারেন । এরপর আজ ফের বৈঠকে বসেন পুজোর উদ্যোক্তারা । সিদ্ধান্ত নেন, পুজো করবেন না ।