বিজয়া দশমী’ বা ‘দশেরা’ উপলক্ষে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টাতেই রামলীলা ময়দানের অনুষ্ঠানস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদি। দিল্লির দ্বারকা ১০ নম্বর সেক্টরের রাম লীলা ময়দানে রাবণ দহন উদযাপনে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি । শ্রী রামলীলা সোসাইটি, রাবণের কুশপুত্তলিকা পোড়ানোর এই অনুষ্ঠানের আয়োজন করে। তাদের ১১তম রামলীলায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী কে। অগ্নিবাণ নিক্ষেপ করে রাবণ দহনের সূচনাও করেন তিনিই। এদিন মোদি বলেন, এই পবিত্র উৎসব অশুভ শক্তির অবসানের পাশাপাশি জীবনে শুভ শক্তিকে গ্রহণের বার্তা দেয়।”এর আগে, এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, “এই ধার্মিক উৎসব নেতিবাচক শক্তির সমাপ্তি চিহ্নিত করে এবং জীবনে ভালকে আলিঙ্গন করার বার্তা নিয়ে আসে।”