দেশ

ফের ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, জারি সতর্কতা

নিম্নচাপের বৃষ্টি, আর তার জেরে জল ছাড়া অব্যাহত রেখেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কর্তৃপক্ষ ৷ সোমবারও প্রায় ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি ৷ পাঞ্চেত থেকে প্রায় 30 হাজার কিউসেক হারে এবং মাইথন থেকে প্রায় ১০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ফের বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে দামোদরের নিম্ন অববাহিকার দু’পাড়ের বাসিন্দাদের ৷ যদিও, প্রশাসনের তরফে বন্যার কমলা সতর্কতা দেওয়া হয়নি ৷ তবে, দামোদরের উপকূলবর্তী অঞ্চলের মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ গত তিনদিন ধরে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ এ রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৷ এমনিতেই ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টি হলে, তার ফল ভোগ করতে হয় রাজ্যের মানুষজনকে ৷ তার মধ্যে রবিবারও ডিভিসি পাঞ্চেত ও মাইথন থেকে ৪০ হাজার কিউসেক হারে জল ছেড়েছে ৷ সোমবারও সেই জল ছাড়া অব্যাহত আছে ৷ ডিভিসি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে ডিভিসি-র কোনার ড্যাম, তিলাইয়া ড্যাম ও তেনুঘাট ড্যাম থেকে জল ছাড়া হয় ৷ ঝাড়খণ্ডের কোনার এবং তিলাইয়া ড্যাম থেকে জল আসে মাইথন জলাধারে ৷ অন্যদিকে, ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল আসে পাঞ্চেত জলাধারে ৷ পরবর্তীতে মাইথন ও পাঞ্চেতের ছাড়া জল দামোদর নদ হয়ে যায় দুর্গাপুর ব্যারাজে ৷ এটিই মোহনায় মেশার আগে শেষ বাঁধ ৷ তাই দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলের উপর দামোদরের নিম্ন অববাহিকার দু’পাশের বন্যা পরিস্থিতি নির্ভর করে ৷