দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

ভূমিকম্পের জোড়া কম্পনে কেঁপে উঠল অরুণাচল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭ মাত্রা, সিয়াং ছিল অরুণাচলের কেন্দ্র। তবে গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে জোরালো কম্পন। সকাল সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় সে রাজ্যে। National Center for Seismology জানাচ্ছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৭। সেখানের পশ্চিম সিয়াং জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে দশ কিলোমিটার গভীরে। সকাল ১০.৩১ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। আফটার শকে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রশাসনের আধিকারিকরা জানান, কোথাও কোনও ক্ষতি হয়েছে কী না তার খোঁজ নেওয়া হচ্ছে।