কলকাতা

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহে নামবে পারদ

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। হাওয়া অফিস সূত্রের খবর, এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গের আকাশ মেঘচ্ছন্ন থাকবে। এর ফলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য ২১.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার যা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও শীত প্রেমীদের জন্য সুখবর। সপ্তহান্তে রাজ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে নামবে পারদ। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়ার দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে মেঘ সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।