দেশ

গত ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের ভূমিকম্প দিল্লি ও সংলগ্ন অঞ্চলে।  ভূমিকম্পের উত্‍সস্থল হরিয়ানার ঝজ্জর। রিখটার স্কেলে ভূমিকম্পের মান ৩.৭। সন্ধে ৭.৫০ মিনিটে আচমকাই কেঁপে ওঠে হরিয়ানা, তারই প্রভাব পড়ে বৃষ্টিভেজা রাজধানীতেও। আতঙ্কে বাড়ি অফিস থেকে বেরিয়ে আসেন সকলেই।  গতকাল তথা বৃহস্পতিবার সকালেই কেঁপে উঠেছিল হরিয়ানার ঝজ্জরই। কম্পনের মাত্রা রিখটের স্কেলে ৪.৪। ঝজ্জরের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ কম্পনে কেঁপে ওঠে নয়ডা, গুরুগ্রাম, উত্তরপ্রদেশের শামলি ও মেরঠের মতো এলাকা। কম্পন টের পাওয়া যায় ২০০ কিলোমিটার এলাকাজুড়ে। হরিয়ানায় কম্পন টের পাওয়া যায় গুরুগ্রাম, রোহতক, দাদরি, বাহাদুরগড়ে। ভূমিকম্প টের পেয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকেন মানুষজন। শোরগোল ওঠে নেটপাড়ায়। কম্পনের পরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এনডিআরএফ। সেখানে বলা হয়, আতঙ্কের কোনও কারণ নেই। বলা হয় ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় আশ্রয় নিন। সেই একই পরিস্থিতি তৈরি হল শুক্রবারে।