বিদেশ

বিশ্বব্যাঙ্কের দায়িত্ব পাচ্ছেন ব্যবসায়ী অজয় বাঙ্গা, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

বিশ্বব্যাঙ্কের দায়িত্ব নিতে পারেন ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় – আমেরিকান ব্যবসায়ী অজয় বাঙ্গাকেই বিশ্বব্যাঙ্কের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেছে। তিনি আরও বলেছেন, ইতিহাসের সংকটময় মুহূর্তে বিশ্বব্যাঙ্কের নেতৃক্ব দিতে দ্য় অন্যন্যভাবে প্রস্তুত। বাইডেনের এই ঘোষণায় স্পষ্ট আরও এক ভারতীয় গুরুদায়িত্ব পেতে চলেছেন। এমনিতেই বাইডেনের প্রশাননে ভারতীয়দের রমরমা রয়েছে। ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে আটনান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে তিনি মাস্টারকার্ডের প্রেসিজেন্ট ও সিইও ছিলেন। একটি কৌশলগত প্রযুক্তিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সংস্থার নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

অজয় বাঙ্গাকে ২০১৬ সালে পদ্মশ্রী পুরষ্কার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। অজয় বাঙ্গা ১৯৫৯ সালে পুনায় জন্মগ্রহণ করেন। হায়দরাবাদ পাবলিক স্কুলেই পড়াশুনা শুরু করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে সাম্মানিক স্নাতক। তারপর আমেদাবাদের আইআইএম থেকে এমবিএ ডিগ্রি পেয়েছেন। তাঁর বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনা বাহিনীর সদস্য ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবেই তিনি অবসর গ্রহণ করেন। ১৯৮১ সালে নেসলে কোম্পানিতে যোগদেন। তারপর পেপসিকোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে চলে যান। ২০২০২ সালে তিনি ইন্টারন্যাশানাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ছিলেন। বারাক ওবামার আমল থেকেই হোয়াইহাউসের সঙ্গে তাঁর যোগাযোগ। কারণ ওবামা তাঁকে প্রেসিডেন্টের অ্যাডভাইরাসি কমিটির বাণিজ্য নীতি দেখার দায়িত্ব দিয়েছিলেন।