খুব শীঘ্রই শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাতায়াত শুরু হবে। যার জন্য আগামী শনিবার ট্রায়াল শুরু হবে শিয়ালদহ টু সল্টলেক সেক্টর ফাইভ রুটে। আপাতত ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলছে মেট্রো। শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ বাকি ছিল যা সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। সেই জায়গায় লাইন পাতা, চার্জ করা ও মেট্রো চলাচল করার সমস্ত কাজ শেষ হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার ফসল হল এই ইষ্ট-ওয়েস্ট মেট্রো। এই প্রজেক্ট-এর জন্য কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে বারবার একাধিক পদক্ষেপ গ্রহণ করে কাজ করা হচ্ছে। যদিও জমি জটে আটকে দীর্ঘদিন ধরেই ঝুলে ছিল ইষ্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। কিন্তু অবশেষে প্রশাসনের উদ্যোগে সেই কাজ চলছে। শিয়ালদহের স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি রয়েছে সেন্ট্রাল-এর সঙ্গে সংযোগের কাজ। শনিবারের ট্রায়াল রানে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পরীক্ষামূলকভাবে ছুটবে যাত্রীবিহীন মেট্রো। খতিয়ে দেখা হবে সমস্ত দিক। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার যাত্রীরা বাসের অপেক্ষায় না দাঁড়িয়ে সল্টলেকের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবেন এই মেট্রোর মাধ্যমেই। ইষ্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ শাখা খুবই গুরুত্বপূর্ণ, আর এই শাখা যোগ হলে লাভবান হবে যাত্রী ও মেট্রো কর্তৃপক্ষ দু’জনেই। সূত্রের খবর, শনিবারের ট্রায়াল-এর ভিত্তিতে রিপোর্ট যাবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ-এর মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের ইচ্ছা চলতি বছরের পুজো থেকেই সেই পরিষেবা চালু হোক।