এবার লোকাল ট্রেনে বসেই টিভি দেখতে পাবেন যাত্রীরা। সোমবার সকালে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেনে চলতে দেখা গেল টেলিভিশন। পূর্ব ভারতে যাত্রীদের জন্য প্রথম এই পরিষেবা চালু করল ভারতীয় রেল। এই টেলিভিশনে যাত্রীরা দেখতে পাবেন সিনেমা, বিনোদন এবং নিউজ। এমনকি জানতে পারবেন রেলওয়ে সংক্রান্ত তথ্যও। এদিন হাওড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই লোকাল ট্রেনের যাত্রা। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈনের উপস্থিতিতে টেলিভিশন লাগানো রেকটি যাত্রা শুরু করে। আগামী কয়েকমাসের মধ্যে মোট ৫০ টি রেকে যাত্রীদের মনোরঞ্জনের জন্য চালানো হবে টেলিভিশন।মনীশ জৈন জানান, একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানি এই পুরো বিষয়টির দায়িত্বে রয়েছে। টেলিভিশন চালানোর মোট সময়ের মধ্যে ৭০ শতাংশ সময় বিনোদন, বিজ্ঞাপন, সিনেমা চালানো হবে। বাকি ৩০ শতাংশ সময় যাত্রীদের দেওয়া হবে রেলওয়ে সংক্রান্ত ইনফরমেশন। এছাড়াও তিনি জানান, এই বিজ্ঞাপন থেকে হওয়া আয়ের থেকে রেক প্রতি ১ লক্ষ টাকা দেওয়া হবে রেলকে। ৫০টি রেকের জন্য রেলকে ৫০ লাখ টাকা দেবে এই সংস্থা। আগামী ৫ বছরের জন্য রেলওয়ের সঙ্গে চুক্তি হয়েছে বেসরকারি সংস্থাটির। একদিকে যাত্রীদের মনোরঞ্জন অন্যদিকে রেল এই পরিষেবার মাধ্যমে মুনাফার দিকে নজর দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রেল