রাসযাত্রা উপলক্ষে একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই বিশেষ পরিষেবা মিলবে ব্যান্ডেল-কাটোয়া রুটে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার চলবে এই স্পেশাল ট্রেন। ডাউনে এই লোকালটি বিকেল ৪টে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। ট্রেনটি ৬টা ২০ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। উল্টো পথে, বিশেষ ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়বে ৬টা ৩৫ মিনিটে। কাটোয়ার এই স্পেশাল ট্রেনটি পৌঁছবে রাত পৌনে ৯টায়।