দেশ

আগামী ১ জানুয়ারি থেকে পুরীর জগন্নাথ মন্দিরে মন্দির চত্বরে নিষিদ্ধ হচ্ছে পান-গুটখা, ঘোষণা মন্দির কর্তৃপক্ষের

 যত্রতত্র পানের পিকের দাগ। কড়া পদক্ষেপ নিল মন্দির কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারি থেকে মন্দির চত্বরে পান বা গুটখা জাতীয় জিনিস সেবন করা যাবে না। এই মর্মেই জারি হয়েছে নির্দেশিকা। শুধুমাত্র দর্শনার্থীদের জন্যই নয়, এই নিয়ম লাগু হয়েছে মন্দিরে থাকা সেবায়েত ও পুরোহিতদের জন্যও। নিয়ম না মানলেই মোটা টাকার অঙ্ক জরিমানা করা হবে। গতকাল, মঙ্গলবার এমনই নির্দেশিকা ঘোষণা করে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, ‘কেবলমাত্র দর্শনার্থীদের জন্যই নয়, সেবায়েতদের জন্যও পুরীর মন্দিরের ভিতর এই নিয়ম জারি থাকবে। কেউ কোনওরকম পান, গুটখা জাতীয় জিনিস সেবন করতে পারবেন না মন্দিরের ভিতর। নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে মন্দির চত্বরে একটি সচেতনতামূলক প্রচার করা হবে। পান, গুটখা সেবন কেন অনুচিত তা নিয়ে ভক্ত এবং সেবায়েতদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। এরপর ১ জানুয়ারি থেকে নিয়ম জারি হবে।’  তবে শুধুই পান-গুটখার নিষেধাজ্ঞা নয়। পুরীর মন্দিরের ভিতরে এবার থেকে নিয়ে যাওয়া যাবে না ফুল ও ভোগের পলিথিনের প্যাকেটও। ভক্ত এবং সেবায়েতদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে পলিথিনের প্যাকেট ব্যবহার না করা নিয়েও। যদি কেউ সেই নিয়ম ভাঙেন তবে করা হবে ১০০০ টাকা জরিমানা। এই বিষয়গুলি নিয়ে নজরদারি চালানোর জন্য গোটা মন্দির চত্বরে ১৭০ টি সিসিটিভি লাগানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৯ সালেও মন্দিরে পান ও গুটখার পিক ফেলা বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। ৫০০ টাকা করে জরিমানার কথাও ঘোষণাও করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। তবে এবারে আরও কড়া হাতে সেই বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস।