বিবিধ

চৈত্র মাসে নির্বাচন, বাজারের ব্যবসায়ীদের মাথায় হাত

হক জাফর ইমাম, মালদাঃ চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ায় বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে মালদা জেলায়। শনিবার মালদার চিত্তরঞ্জন পৌরবাজারে কাপড় ব্যবসায়ী দেবাশীষ সাহা বলেন প্রতিবছর আমরা চৈত্র সেলের বিক্রির আশায় থাকি। প্রতিবছরই আমাদের প্রায় ১০০{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} স্বপ্ন পূরণ হয় বা বিক্রি করে থাকি। এই বছর আমাদের মাথায় হাত পড়েছে। কারণ লোকসভা নির্বাচনের কারণে গ্রামের মানুষেরা শহরে বাজার করতে আসছে না সেই রকম। এই বছর চৈত্র সেলে ২৫{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} বিক্রি হবে কিনা বলা যাচ্ছে না। চৈত্র সেল তো হচ্ছেই না। সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখেও আমাদের বাজার থাকবে মন্দা আশা করা যায়। চিত্তরঞ্জন মার্কেটের পরিধান দোকানের কাপড় ব্যবসায়ী মিন্টু কর্মকার জানান, এই বছর আমাদের চৈত্র সেল খুব খারাপ কারণ গ্রামের লোকেরা লোকসভা নির্বাচনের জন্য শহরে আসতে পারছে না। গ্রামে

থেকে নির্বাচনের কাজ করছেন। তাছাড়াও আপনার নিজের সামনে দেখতে পাচ্ছেন দোকানে কোন খরিদ্দার নেই আমরা ফাঁকা বসে আছি। মালদা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জল সাহা জানা্‌ কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি ব্যবসায়ীদের উপরে নতুন নতুন নিয়ম লাগু করেছে যেমন জি এস টি তারপর নোট বন্দি আয়কর বিভাগের নতুন আইন এতে করে ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। তার মধ্যে আবার চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ার কারণে ভোটের কাজে গ্রামের লোকেরা এতটাই ব্যস্ত তারা কেনাকাটা করতে মালদা আসতে পারছেন না যার জন্য বড় ধরনের প্রকোপ পড়েছে চৈত্র সেল এর উপরে তার সঙ্গে আগামীতে পহেলা বৈশাখেও এর প্রভাব থাকবে। এই মর্মে মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, চৈত্র মাসে বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা বছরের শেষ চৈত্র মাসের বিক্রির ভালো সুযোগ আসে। কিন্তু এই বছর চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ায় কারণে ব্যবসায়ীদের কাছে খুব দুর্ভাগ্যের। লোকসভা নির্বাচনে ভালো প্রকোপ পড়েছে ব্যবসায়ীদের উপর চৈত্র মাসে তো বিক্রি হলোই না তার সাথে বৈশাখেও বিক্রি প্রশ্নের চিহ্নের মধ্যে।