জেলা

বাংলায় শূণ্য আসন পাবে বিজেপিঃ মমতা

‘‌বাংলায় শূন্য আসন পাবে বিজেপি, বাংলা জেতা এত সহজ নয়। বাঙালিদের তাড়ানো সহজ নয়। দড়ি কলসি দেব রাজনৈতিক জলে ডুবে মরুক ওরা।’‌ আজ বারোবিশায় নির্বাচনী জনসভায় গিয়ে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এও বলেন, চাওয়ালা হলেও উত্তরবঙ্গের চা শিল্পের উত্থানের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী। অথচ বন্ধ চা বাগান খোলার সবরকম চেষ্টা করেছে তাঁর সরকার। চাবাগানের জন্য ১০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়ে মমতার আশ্বাস, দরিদ্র চা শ্রমিকদের পাশে তাঁর সরকার সবসময় রয়েছে। বাগান মালিকরা বেতন না দিলে আইনি পথেই তাঁরা সাজা পাবেন। তিনি আরও বলেন, ১০০ দিনের কাজ, অবসরকালীন ভাতা, বা দরিদ্রদের জন্য বরাদ্দ বিনামূল্যের ঘরের জন্য কেউ ঘুষ চাইলে তৎক্ষণাৎ সে বিষয়ে জানালে দলমত নির্বিশেষে পদক্ষেপ করবে তৃণমূল সরকার। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, পাহাড়ে যেভাবে অশান্তি ছড়িয়েছিল বিজেপি, সেভাবেই জল বার্লাকে প্রার্থী করে আলিপুরদুয়ারেও অশান্তি ছড়াতে চাইছে তারা। অথচ তাঁর সরকার রাজবংশী, আদিবাসী, বনবাসী সবাইকে নিজস্ব মর্যাদা দিয়েছে। ভোটের জন্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে রাজ্যবাসীকে মমতার আবেদন, তিনি নিজে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সম্মান করেন, রাজ্যবাসীও যেন তাঁদের যথাযোগ্য মর্যাদা দেন। কারণ কেন্দ্রীয় বাহিনী বিজেপির লোক নয়।  

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/968244790048115/