রাজস্থানঃ ফের ভারতীয় সীমানা পেরোনোর চেষ্টা করা পাক ড্রোনকে চিহ্নিত করা হয়। ভারতীয় সেনাবাহিনী টের পেয়ে গিয়েছে বুঝতে পেরেই তা সঙ্গে সঙ্গে ফেরত গিয়েছে। আজ ভোর ৫টা নাগাদ রাজস্থানের শ্রীগঙ্গানগরের হিন্দুমালকোট এলাকায় সীমান্তে ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিএসএফের ট্রুপাররা ফায়ারিং শুরু করলে ড্রোন ফেরত চলে যায়। পশ্চিমে সীমান্তের কাছাকাছি থাকা গ্রামবাসীরা গুলির তীব্র আওয়াজ শুনেছেন। বিএসএফ জানিয়েছে, ড্রোনটি ফের পাকিস্তানে ফিরে গিয়েছে। সীমান্তে ভারতীয় সেনা সারাক্ষণ কড়া নজর রেখেছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।