জেলা

জেলার ৩ কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মেনে নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক

উত্তর ২৪ পরগণারঃ উত্তর ২৪ পরগণার জেলার ৫ লোকসভা আসনের মধ্যে ৩কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ মেনে নিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। আজ মধ্যমগ্রামে দলের কোর কমিটির বৈঠকের পর তিনি মেনে নিলেন।, তিনি বলেন, ‘বারাসত, ব্যারাকপুর ও বসিরহাটে তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হবে বিজেপির। বাকি বনগাঁ ও দমদমে লড়াই হবে সিপিএমের সঙ্গে।’ আজ মধ্যমগ্রামে তৃণমূলের জেলা কার্যালয়ে কোর কমিটির বৈঠক ছিল। জেলার পাঁচ লোকসভার মধ্যে ব্যারাকপুর, দমদম ও বারাসত লোকসভার রণকৌশল তৈরির বৈঠক ছিল। সেখানে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক অর্জুন সিং, নির্মল ঘোষ, পরেশ দত্ত, পার্থ ভৌমিক, মুকুলপুত্র শুভ্রাংশু রায়-সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের সামনে জেলার তিন লোকসভা কেন্দ্রে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ বলে কবুল করেন তিনি। পাশাপাশি জেলায় দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটের প্রেক্ষিত আলাদা। পঞ্চায়েতে ব্যক্তিগত ক্ষোভ থেকে অনেকে নির্দলে দাঁড়ায়। লোকসভা ভোটে সেটা হবে না। দলের সবাই একসঙ্গে লড়াই করবে।‘ লোকসভা ভোটের রণকৌশল সম্পর্কে এদিন তিনি এও বলেন, ‘প্রত্যেক বুথে ২০ জনের একটি দল তৈরি করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি মানুষের সমস্যার কথা শুনেবন। সেই সমস্যাগুলো সমাধান করা হবে। জনসংযোগের মধ্যে দিয়েই আমরা মানুষের কাছে পৌঁছে যাব।’

[wonderplugin_video videotype=”mp4″ mp4=”http://localhost/bnews/wp-content/uploads/2019/03/WhatsApp-Video-2019-03-09-at-15.30.3088888.mp4″ videowidth=600 videoheight=400 keepaspectratio=1 videocss=”position:relative;display:block;background-color:#000;overflow:hidden;max-width:100{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c};margin:0 auto;” playbutton=”http://localhost/bnews/wp-content/plugins/wonderplugin-video-embed/engine/playvideo-64-64-0.png”]

[wonderplugin_video videotype=”mp4″ mp4=”http://localhost/bnews/wp-content/uploads/2019/03/WhatsApp-Video-2019-03-09-at-15.30.319999.mp4″ videowidth=600 videoheight=400 keepaspectratio=1 videocss=”position:relative;display:block;background-color:#000;overflow:hidden;max-width:100{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c};margin:0 auto;” playbutton=”http://localhost/bnews/wp-content/plugins/wonderplugin-video-embed/engine/playvideo-64-64-0.png”]