দেশ

ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে ঢাল করে ভোটের প্রচার নয়, নির্দেশিকা নির্বাচন কমিশনের

নয়াদিল্লিঃ সেনাবাহিনী হল সম্পূর্ণ অরাজনৈতিক এবং নিরপেক্ষ অংশ, এই বিষয়টি নিশ্চিত করে জাতীয় নির্বাচন কমিশন শনিবার রাজনৈতিক দলগুলিকে সাফ জানিয়ে দিল, নির্বাচনের প্রচারে কোনওভাবেই সেনাবাহিনী বা অন্য কোনও প্রতিরক্ষা কর্মীর ছবি তাদের পোস্টার অথবা হোর্ডিংয়ে ব্যবহার করা যাবে না। দিল্লিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবির সঙ্গে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি দেওয়া বেশ কিছু বিলবোর্ড নির্বাচনী প্রচারের জন্য বিজেপি ব্যবহার করছে, এমন অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত জানিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। যে বিলবোর্ডগুলোতে লেখা রয়েছে, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব থাকলে সবকিছু সম্ভব। ‘‌ হিন্দিতে যা হল, ‘‌মোদি হ্যয় তো মুমকিন হ্যয়’‌। যা, এই লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগানও বটে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দল সেনা বা সেনার সঙ্গে যুক্ত ব্যক্তির ছবি পোস্টারে, হোর্ডিংয়ে বা লিফলেটে ব্যবহার করতে পারবে না। শনিবার এমনই নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। ফাইল চিত্র।