মালদা

কীর্তনের আসরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদাঃ কীর্তনের আসরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মালদা রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামে। ঘটনায় অভিযোগের তির বিজেপি কর্মীর দিকে। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জেরে এই খুন বলেই মনে করা হচ্ছে ।গতকাল গভীর রাতে মালদার শিমলা গ্রামে গত কয়েকদিন ধরে ওই গ্রামে বসেছে কীর্তনের আসর । গতকাল সেই আসরে ছিলেন সনাতন । এদিকে ভোটের কয়েকদিন আগে থেকেই ওই এলাকার দখলদারি নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির ঝামেলা চলছিল । তৃণমূলের পক্ষে সেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সনাতনও ৷ গতকাল রাত ১২টা নাগাদ কীর্তনের আসরে

সনাতনের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ মারা হয় ৷ অস্ত্রের কোপ তাঁর মেরুদণ্ড ভেঙে পিঠের নিচের অংশে চলে আসে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ৪ তৃণমূলকর্মী ৷ অভিযোগ, হামলাকারীরা সবাই বিজেপির কর্মী । হামলার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা পুখুরিয়া থানার পুলিশ । পুলিশ সনাতন ও জখম ৪ জনকে স্থানীয় আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সনাতনকে মৃত বলে ঘোষণা করে । রাতেই তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে । মৃত সনাতনকে কীর্তনের আসরে কুপিয়ে খুন করা হয় । মৃতের নাম সনাতন মহালদার (৩০) । এলাকায় তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত । অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ।