দেশ

ভোট শুরু ১১ এপ্রিল, গণনা ২৩ মে

নয়াদিল্লিঃ  আজ দিল্লিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭ দফায় লোকসভা ভোট হবে। প্রথম দফার ভোট শুরু হবে ১১ এপ্রিল। ভোট গণনা ২৩ মে

প্রথম দফার ভোট ১১ এপ্রিল ২০ টি রাজ্যে ৯১ টি কেন্দ্রে ভোট , দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ১৩ রাজ্যের ৯৭ আসনে, তৃতীয় দফায় ২৩ এপ্রিল ১৪ টি রাজ্যের ১১৫ টি কেন্দ্রে ভোট, চতুর্থ দফায় ২৯ এপ্রিল ৯ টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট, পঞ্চম দফায় ৬ মে ৭ রাজ্যের ৬১ টি আসনে ভোট, ষষ্ঠ দফায় ১২ মে ৭ রাজ্যের ৪৯ আসনে ভোট , সপ্তম তথা শেষ দফা ১৯ মে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট।

১১ এপ্রিল, ২০১৯ – অন্ধ্র ২৫ টি আসনে, অরুণাচল ২, অসম ৫, বিহার ৪, ছত্তিসগড় ১, জম্নুও কাশ্মীর ২, মহারাষ্ট্র ৭, মেঘালয় ২, সিকিম ১, তেলেঙ্গানা ১৭, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশ ৮, উত্তরাখণ্ড ৫, পশ্চিমবঙ্গ ২,আন্দামান ১, লাক্ষাদ্বীপ ১ টি আসনে ভোট
১৮ এপ্রিল, ২০১৯ – অসম ৫, বিহার ৫, ছত্তিসগড় ৩, জম্মু ও কাশ্মীর ২, কর্নাটক ১৪, মহারাষ্ট্র ১০, মনিপুর ১, ওড়িশা, ৫, তামিলনাড়ু ৩৯, ত্রিপুরা ১, উত্তরপ্রদেশ ৮, পশ্চিমবঙ্গ ৩, পুদুচেরি ১
২৩ এপ্রিল, ২০১৯ – অসম ৪, বিহার ৫, ছত্তিশগড় ৭, গুজরাত ২৬, গোয়া ২, জম্মু ও কাশ্মীর ১, কর্নাটক ১৪, কেরল ২০, মহারাষ্ট্র ১৪, ওড়িশা ৬, উত্তরপ্রদেশ ১০, পশ্চিমবঙ্গ ৫, দাদরা ও নগর হাভেলি ১, দমন অ্যান্ড দিও ১
২৯ এপ্রিল, ২০১৯ – বিহার ৫, জম্মু ও কাশ্মীর ১, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৬, মহারাষ্ট্র ১৭, ওড়িশা ৬, রাজস্থান ১৩, উত্তর প্রদেশ ১৩, পশ্চিমবঙ্গ ৮
৬ মে, ২০১৯ – বিহার ৫, জম্মু ও কাশ্মীর ২, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৭, রাজস্থান ১২, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গ ৭
১২ মে, ২০১৯ – বিহার ৮, হরিয়ানা ১০, ঝাড়খণ্ড ৪, মধ্যপ্রদেশ ৮, উত্তরপ্রদেশ ১৪, পশ্চিমবঙ্গ ৮, দিল্লি ৭
১৯ মে, ২০১৯ – বিহার ৮, ঝাড়খণ্ড ৩, মধ্যপ্রদেশ ৮, পঞ্জাম ১৩, পশ্চিমবঙ্গ ৯, চণ্ডীগড় ১, উত্তরপ্রদেশ ১৩, হিমাচল প্রদেশ ৪

মুখ্য নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে কমিশন বদ্ধ পরিকর। ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সব রাজ্যের নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজিপিদের সঙ্গে ইতিমধ্যে কথাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও। কেন্দ্র ও রাজ্যের শুল্ক দফতরের সঙ্গে আলোচনা হয়েছে।

দেখুন ভিডিও…