কলকাতাঃ অপদার্থ এর দল ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের বিভিন্ন সদস্যদের বাড়িতে আলুরদম লুচি খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে যাচ্ছে। বিনা নিমন্ত্রণে সব্যসাচীর বাড়িতে ঢুকে গেছে, একথাই বলেন ফিরহাদ হাকিম, তিনি এও বলেন, যার নীতিবোধ আছে সে কোনো দিন বিজেপিতে যাবে না। সব্যসাচী বুঝতে পারেনি যে মুকুল রায় এর কৌশল কি আছে। আমাদের শত্রু বিজেপি তাই তাদের সঙ্গে কেও কোন সম্পর্ক রাখবে না। আমদের সম্পর্ক তৃণমূল এর মধ্যে থাকবে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। সব্যসাচী বললেন, গত পরশু আমি যখন বাড়ি ফিরেছি তখন ফোন আসে। তখন বলে আমি মুকুলদা বলছি। তখন বলে আমি সল্টলেকে আছি তোর বাড়িতে আসছি। বাড়িতে এসে বললেন লুচি আলুর দম করতে বলেন। আমার সঙ্গে ভারত খেলা নিয়ে কথা হয়েছে। মিডিয়াকে আমি ডাকি নি। সব্যসাচী এও বললেন, আমার দলের সহকর্মী আমাকে চেনে। আমি দলে ছিলাম আছি থাকবো। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। দেখুন ভিডিও-