দেশ

যোগীর রাজ্যে বিজেপিতে ভাঙন, সপা–য় যোগ দিলেন শ্যাম চরণ গুপ্তা

উত্তরপ্রদেশঃ আজ সমাজবাদী পার্টি বা সপা–য় যোগ দিলেন প্রয়াগরাজের বর্তমান বিজেপি সাংসদ শ্যাম চরণ গুপ্তা। নিজের দীর্ঘ দিনের পরিচিত কেন্দ্র বান্দা থেকেই লোকসভা ভোটে লড়বেন তিনি বলে জানিয়ে দিয়েছে সপা নেতৃত্ব। বাবার আমলের পুরনো সহকর্মীকে ফিরে পেয়ে খুশি সপা সভাপতি অখিলেশ যাদব। এটা তাঁর ‘‌ঘর ওয়াপ্‌সি’‌ বলে মনে করছে সপা নেতৃত্ব।