জেলা

এই মাটিতে দাঁড়িয়ে বলছি তৃণমূল হারবেঃ ভারতী ঘোষ

কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ এ মাটি মমতা বন্দোপাধ্যায়ের মাটি নয়, এ মাটি ক্ষুদিরাম বোসের মাটি, এমাটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, এমাটি মাতঙ্গীনি হাজরার মাটি। এই মাটিতে দাঁড়িয়ে বলছি তৃণমূল হারবে। আজ পশ্চিম মেদিনীপুর আদালতে দাঁড়িয়ে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এমনটাই মন্তব্য বললেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেনীর মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না। অনশন ধর্মঘটে বসতে বাধ্য হচ্ছে। তাতেও তাদের দিকে কেউ তাকায় না, যায় না, কেউ বলেনা যে আমরা পাশে আছি। কৃষকরা কাউকে কাছে পাচ্ছেনা। আলু পচে যাচ্ছে, রাস্তায় ফেলে দিচ্ছে কৃষকেরা। কেউ দেখেনা। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কেউ কিছু বলে না। নির্বাচন কমিশন বলছে ১০ হাজার মামলা নন বেলেবেল ওয়ারেন্ট পড়ে আছে। এক্সিকিউশন হয়নি। নন্দীগ্রামের নাকি ১০০ নেতার বিরূদ্ধে ওয়ারেন্ট পড়ে আছে, এক্সিকিউশন হয়নি। দেশের এই অবস্থা, তাই দাঁড়িয়ে বলছি হারবে। জনগণ জবাব দেবে, মানুষ জবাব দেবে। প্রসঙ্গত, এদিন দাসপুর সোনা প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত তৎকালীন ভারতী ঘোষের নিরাপত্তারক্ষী সুজিত মন্ডলকে এদিন আদালতে তোলা হয়।