বিদেশ

বিবিসিঃ ভুয়া ছবি দিয়ে পাকিস্তানে হামলার সফলতা দাবি ইউনিয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর

ভুয়া ছবি দিয়ে পাকিস্তানের বালাকোট হামলার সফলতা প্রমাণের চেষ্টা করছেন ভারতের ইউনিয়ন মন্ত্রীর। বিবিসির ফ্যাক্টচেক দলের অনুসন্ধানে এই তথ্য বেড়িয়ে এসেছে। বিবিসির খবরে বলা হয়, বালাকোটে ভারতীয় বিমান হামলা নিয়ে ভারতের ইউনিয়ন মন্ত্রী গিরিরাজ সিং একটি টুইট করেন। টুইটে দেওয়া ভিডিওতে দাবি করা হয়, ভারতীয় বিমান বাহিনীর ওই হামলায় একটি জঙ্গিগোষ্ঠীর প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে। আর ওই ভিডিওটি সম্প্রচার করে ভারতের নামকরা একটি টেলিভিশন। ভিডিওতে দেখানো হয় বালাকোটের দুটি স্যাটেলাইট চিত্র। যার প্রথম চিত্রটি হামলার আগে ২৩ ফেব্রুয়ারি ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়। আর দ্বিতীয় ছবিটি হামলার পরের ২৬ ফেব্রুয়ারির বলা হচ্ছে। তবে হামলার সফলতা প্রমাণের উদ্দেশ্যে তৈরি করা ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিবিসির ফ্যাক্টচেক দলের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিটি বেশ কয়েক বছর আগে ধারণ করা হয়েছিল। ছবিটি নেওয়া হয়েছে ‘জুম আর্থ’ ওয়েবসাইট থেকে। মাইক্রোসফটের বিং ম্যাপের স্যাটেলাইট ছবির ওয়েবসাইট এটি। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা পল নিভ বিবিসিকে বলেছেন, এই ছবিটি বেশ কয়েক বছরের পুরনো। তাতে দেখা যাচ্ছে যে ভবনটির নির্মাণকাজ চলছে। তাই ওই ছবির সঙ্গে বিমান হামলাকে সংযুক্ত করার সুযোগ নেই। পল নিভ আরো বলেন, আমরা দেখেছি যে, দ্বিতীয় ছবিটি ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। এদিকে প্রথম ছবিটি এখনো গুগল আর্থে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গত ৪ মার্চ একটি উপগ্রহ পাঠায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর প্ল্যানেট ল্যাবস আইএনসি সংস্থা। হাই রেজুলেশন যুক্ত ক্যামেরা বসানো ওই উপগ্রহ আকাশ থেকে মাটিতে থাকা ২৮ ইঞ্চি আয়তন বিশিষ্ট যেকোনো বস্তুর সুস্পষ্ট ছবি তুলতে পারে। সেই উপগ্রহের পাঠানো বেশ কিছু ছবি বার্তা সংস্থা রয়টার্সে কাছে আসে। সেগুলো পর্যবেক্ষণ করে তারা জানিয়েছে, ছবিতে কোনো ক্ষয়ক্ষতি ধরা পড়েনি। বালাকোটের জাবা গ্রামে জয়শ’র জঙ্গিঘাঁটি দিব্য মাথা তুলে দাঁড়িয়ে আছে।

প্রথমটি দাবি করা হামলার আগের ছবি। দ্বিতীয় হামলার পরের ছবি বলে দাবি করা হচ্ছে। ছবি: বিবিসি

বিবিসি নিউজের লিংকঃ https://www.bbc.com/bengali/news-47479967